রাজধানীতে আজ বিএনপির পদযাত্রা, কর্মসূচি ঘিরে বাড়তি পুলিশ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৮, ২০২৩, ০৪:১৫ পিএম

রাজধানীতে আজ বিএনপির পদযাত্রা, কর্মসূচি ঘিরে বাড়তি পুলিশ

‘গণতন্ত্র পুনরুদ্ধার’, কারাগারে থাকা দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি, বিদ্যুৎ এবং নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাজধানীর বাড্ডা হোসেন মার্কেট থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত গণপদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর শাখা বিএনপি।

বিএনপি নেতারা জানান, তাঁরা বিক্ষোভের কর্মসূচি থেকে বের হয়ে ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন। আন্দোলন জোরদার করতে এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকা মহানগরকে কেন্দ্র করে বিএনপি আরো ব্যতিক্রমী কিছু কর্মসূচি দেবে বলেও তারা জানান।

এদিকে, শনিবার দুপুর ২টায় এ পদযাত্রায় অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় ও জনগণের জানমালের নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার সকাল ৮টা থেকে রাজধানীর মালিবাগ ও শাহজাদপুরে পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে। এসব এলাকায় সকাল থেকেই ধীরে ধীরে বিএনপি মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন। অন্যদিকে সকাল থেকে এসব এলাকায় দায়িত্বরত পুলিশের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। পুলিশ সদস্যরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এসব এলাকায় সতর্কতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

Link copied!