স্বামী বিবেকানন্দের দর্শন প্রতিষ্ঠায় পৃথিবী পাবে শান্তির সুবাতাস: নৌপ্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৬:৩৭ পিএম

স্বামী বিবেকানন্দের দর্শন প্রতিষ্ঠায় পৃথিবী পাবে শান্তির সুবাতাস: নৌপ্রতিমন্ত্রী

বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে রামকৃষ্ণের যে পথ, স্বামী বিবেকানন্দের যে দর্শন তা প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় বোচাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠ সংলগ্ন এলাকায় রামকৃষ্ণ মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমরাস্ত্র বিক্রির একটি মহোৎসব। যা গোটা বিশ্বে অস্থিরতা তৈরি করেছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় রামকৃষ্ণের পথ আর স্বামী বিবেকানন্দের দর্শনের বিকল্প নেই।”

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, দিনাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের মহারাজ সমান্দসহ প্রশাসন ও স্থানীয় শাখা আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী পরে দিনাজপুরের বোচাগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (সেতাবগঞ্জ বড় মাঠ) বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বাদ্যযন্ত্র বিতরণ করেন।

Link copied!