নিউমার্কেটে দোকান খোলার সিদ্ধান্ত ব্যবসায়ীদের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২২, ০৩:১১ পিএম

নিউমার্কেটে দোকান খোলার সিদ্ধান্ত ব্যবসায়ীদের

রাজধানীর নিউমার্কেট এলাকার দোকানগুলো আজই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহীন।

বুধবার নিউমার্কেট সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম শাহীন বলেন, “সংঘর্ষ হওয়ার পর প্রশাসন দোকান বন্ধ রাখার নির্দেশনার পর আমরা দোকান বন্ধ রাখি। কিন্তু এরপরও কিছু দুষ্কৃতকারী হামলা চালায়। এই হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি আমরা ব্যবসায়ীরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ব্যবস্থা নেব। তবে যেহেতু যে ক্ষতি হবার হয়ে গিয়েছে তাই আমরা এখন থেকেই দোকান খোলার পক্ষে।”

তিনি আরও বলেন, “ঢাকা কলেজের কোনো প্রতিনিধি আমাদের কাছে আসেনি। যারা এসেছিল তারা ঢাকা কলেজের কি না এটাও জানি না। আমরা বা আমাদের প্রতিনিধি যেতে পারিনি। তবে ক্ষতিগ্রস্তদের সামাজিক দায়িত্ব আমাদের। আমরা শান্তি চাই, সবস্থান চাই, দোকান খুলতে চাই।”

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, “আমরা যথাযথভাবে বিষয়টা সমাধানের চেষ্টা করছি। কিন্তু এখনও কলেজ কর্তৃৃপক্ষ আমাদের সাথে আলোচনা করেনি। তবে আমরা আশাবাদী যেহেতু ঢাকা কলেজের হল বন্ধ করে দেয়া হয়েছে, তাই আমরা আমাদের সিদ্ধান্ত নিতে পারব।”

এছাড়া ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তারা।

Link copied!