নেপালে বাস পাহাড়ি খাদে পড়ে নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৩, ২০২১, ০৩:৪৭ পিএম

নেপালে বাস পাহাড়ি খাদে পড়ে নিহত ৩২

নেপালে পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক মানুষ। এরমধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম মাই রিপালিকার এক প্রতিবেদনে জানা যায়।

ওই প্রতিবেদনে জানা যায়, নেপালগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে মুগু জেলার গামগাধি এলাকায় যাওয়ার পথে পিনাগাউন এলাকায় পাহাড়ি রাস্তা থেকে পিছলে কয়েকশ মিটার নিচে পড়ে যায় বাসটি।

নেপালগঞ্জ বিমান বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক সন্তোষ শাহ বলেন, মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত ১০ জনকে দ্রুত স্থানীয় কোহালপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পাঁচজনকে নেপালগঞ্জের একটি নার্সিং হোমে পাঠানো হয়। পরবর্তীতে এই ১৫ জনসহ আরও ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রাজধানীর উদ্দেশে নেওয়া হয়।

সন্তোষ শাহের বরাত দিয়ে আরও জানানো হয়, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে ওই বাসের ব্রেক কাজ করছিল না বলে স্থানীয়ভাবে খবর পাওয়া গেছে।  বেহাল সড়ক ও নিম্নমানের পরিবহন ব্যবস্থার কারণে নেপালে প্রায়ই প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটে।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, বাসের যাত্রীদের অধিকাংশই নেপালের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দাশাইন (দুর্গার অবতার) উপলক্ষে বাড়ি ফিরছিলেন। 

দুর্ঘটনায় অন্তত ২৪ জন ঘটনাস্থলেই মারা যান, বাকিদের মৃত্যু হয় হাসপাতালে। গুরুতর আহতদের মধ্যে ১৪ জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়  বলে  মাই রিপাবলিকা জানিয়েছে।

দুর্ঘটনাস্থলের যেসব ছবি সোশাল মিডিয়ায় এসেছে, সেখানে আহত যাত্রীদের সরিয়ে নিতে দেখা গেছে উদ্ধারকর্মীদের। যাত্রীদের ব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্র পড়ে থাকতে গেছে। 

 সূত্র: মাই রিপাবলিকা, বিবিসি।

Link copied!