আজ শেষ হচ্ছে গণটিকা কার্যক্রম

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৫:৪০ পিএম

আজ শেষ হচ্ছে গণটিকা কার্যক্রম

চলো সবাই গণটিকা কেন্দ্রে যাই, এমন স্লোগানকে সামনে রেখে দেশে চলছে করোনা টিকা কার্যক্রম। মানুষের আগ্রহের কারণে গণটিকা কার্যক্রমের মেয়াদ শনিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে আরও দুই দিন বাড়ায় স্বাস্থ্য অধিদফতর। সে হিসাবে আজ শেষ হচ্ছে এ টিকার কার্যক্রম। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। শেষ দিন রাজধানীসহ দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে আগ্রহীদের ভিড় লক্ষ্য করা গেছে। 

প্রসঙ্গত, করোনা মহামারি প্রতিরোধে মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে প্রথম ডোজের আওতায় আনতে দেশব্যাপী শুরু হয় এই গণটিকা কার্যক্রম।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনার টিকার প্রথম ডোজ পেয়েছেন ১০ কোটি ২৫ লাখ তিন হাজার ৬২৮ জন৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন সাত কোটি ৬৭ লাখ ৫০ হাজার ৩৩৫ জন৷ বুস্টার ডোজ পেয়েছেন ৩১ লাখ তিন হাজার ৬৪ জন৷ এখন স্বাভাবিক টিকাদান অব্যাহত আছে৷ ফলে ২৬ ফেব্রুয়ারির আগে প্রথম ডোজ পাওয়ার সংখ্যা আরো বাড়বে৷ গত ২৪ ঘন্টায় প্রথম ডোজ পেয়েছেন সাত লাখ ৪৯ হাজার ৬২ জন৷

Link copied!