কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে এমনিতেই চাপে রয়েছে ইউরোপের দেশ সার্বিয়া। এবার তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে ফিফা। ম্যাচের দিন নিজেদের ড্রেসিং রুমে কসোভোর মানচিত্রের পুরোটা সার্বিয়ার পতাকা দিয়ে ঢেকে দেয় সার্বিয়ান খেলোয়াড়রা। যাতে লেখা ছিল ‘নো সারেন্ডার’।
এই কাজের জের ধরে সার্বিয়া ফিফার শাস্তির মুখোমুখি হচ্ছে। শুক্রবার কসোভো ফুটবল ফেডারেশন ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে।
অভিযোগে সার্বিয়ানদের এই কর্মকাণ্ডকে ‘উগ্র জাতীয়তাবাদী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করে কসোভো। যুদ্ধের ২৩ বছর পর সার্বিয়ানদের এমন কর্মকাণ্ড দুই দেশের ভেতর বিরাজমান অস্থিরতাকে আরও উসকে দিতে সাহায্য করছে বলে অভিযোগে জানায় তারা।
অভিযোগে আরও বলা হয়েছে, ‘ফুটবলে এমন উগ্র জাতীয়তাবাদী কর্মকাণ্ড কখনোই আমরা কাম্য করি না। বিশ্বকাপের মত বড় মঞ্চে একদমই এটা আশা করিনি। আমরা তাদের শাস্তি কামনা করছি। যাতে করে এমন কাজ তারা আর না করতে পারে।’
ইউরোপ অঞ্চলের ক্ষুদ্রতম একটি দেশ কসোভো। দেশটি ২০০৮ সালে সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। তবে কসোভোকে স্বাধীন রাষ্ট্র মানতে নারাজ সার্বিয়া। এ অবস্থায় বিশ্বকাপের মতো বড় জায়গায় সার্বিয়ান দলের এমন কর্মকাণ্ড দুই দেশের ভেতর বিগত ২৩ বছর আগের বিরাজমান অস্থিরতাকে আরও উসকে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।