অপেক্ষাকৃত দুর্বল দল মরক্কোর সাথে বিশ্বকাপের রবিবারের ম্যাচে হারের পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। কয়েক ডজন দাঙ্গাবাজ বেশ কয়েকটি প্রাইভেট কার ও দোকানে ভাঙচুর করেছে। এ সময় তাঁরা গাড়ি ও দোকানে আগুনও দেয়।
ব্রাসেলস পুলিশের মুখপাত্র ভ্যান ডে ক্যারে বার্তা সংস্থাকে জানিয়েছেন, এতে একজন গুরুতর আহত হয়েছেন। ব্রাসেলসের মেয়র ক্ষুব্ধ সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। কর্তৃপক্ষ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এতে কতজনকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।
রবিবার রাতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ২-০ গোলে হেরে যায় শক্তিশালী বেলজিয়াম। আব্দুলহামিদ সাবিরি ও জাকারিয়া আবোখোলালের গোলে রেড ডেভিলসদের হারিয়ে দেয় মরক্কো।
সূত্র: আল জাজিরা