রোনালদোর চোখে মেসি সেরা!

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৮, ২০২২, ০৪:৩৪ পিএম

রোনালদোর চোখে মেসি সেরা!

মেসি না রোনালদো- কে সেরা খেলোয়াড় এ নিয়ে সমর্থকদের মধ্যে যেমন দ্বন্দ্ব তেমনি হিসাব নিকাশের খাতায় চলছে যুদ্ধ। একেক রেকর্ডে রোনালদো ও মেসি একজন আরেকজনের ছাড়িয়ে যাচ্ছেন একেক সময়। মাঠের লড়াই, রেকর্ডের লড়াই, সমর্থকদের লড়াই সবকিছু ছাড়িয়ে রোনালদোর ভাবনায় মেসি যে এগিয়ে তা জানা গেল এবার।

ক্রিস্টিয়ানো রোনালদোর চোখে লিওনেল মেসি সেরা ফুটবলার। পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন রোনালদো। 

পর্তুগিজ এই তারকা ফুটবলার বলেন, ‘সে (মেসি) আমার দেখা সেরা খেলোয়াড়। সে একজন জাদুকর। আমরা ১৬ বছর একসঙ্গে খেলছি। ভাবতে পারছেন ১৬ বছর! সে যেভাবে আমার সম্পর্কে কথা বলে, সেজন্য তাকে আমি খুব শ্রদ্ধা করি।’

হিসাব-নিকাশের রেকর্ডের একেক তালিকার শীর্ষে একেকজনের নাম তবুও রোনালদো এগিয়ে রাখছেন মেসিকেই।

আন্তর্জাতিক ফুটবলে গোল করার রেকর্ডে সবার ওপরে রোনালদো। পর্তুগালের এই তারকা ফুটবলার এখন পর্যন্ত ১৯১ ম্যাচে করেছেন ১১৭ গোল। আর ১৬৫ ম্যাচে ৯১ গোল করেন মেসি। 

মেসি একবার জিতেছেন কোপা আমেরিকার শিরোপা। আর রোনালদো ইউরো জিতেছেন একবার। 

ব্যালন ডি’অর জয়ে এগিয়ে আছেন মেসি। সর্বোচ্চ সাতবার ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন এই ফুটবলার। আর রোনালদো জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার।

 ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি ও রোনালদো দুজনেই। ৯৪৯ ম্যাচ খেলে রোনালদো করেছেন ৭০১ গোল। আর ৮৪৬ ম্যাচ খেলে মেসির গোল ৭০০। 

এবারের বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনা ও পর্তুগালের হয়ে মেসি ও রোনালদো কি চমক দেখান সেটাই এখন দেখার বিষয়।

২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে খেলবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। 

অন্যদিকে পর্তুগালের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৪ নভেম্বর। ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগিজদের প্রতিপক্ষ ঘানা। ২৮ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে পর্তুগাল। আর ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পর্তুগিজরা।

Link copied!