নাৎসি জার্মানিরা যা করেছিল এখন তাই করছে রাশিয়া: জেলেনস্কি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২২, ১০:২৭ পিএম

নাৎসি জার্মানিরা যা করেছিল এখন তাই করছে রাশিয়া: জেলেনস্কি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানিরা যা করেছিল এখন ঠিক একই কাজ রাশিয়া করছে করছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এ সময় তিনি রাশিয়াকে নাৎসি জার্মানির সঙ্গে তুলনা করেন।

বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ার অংশ হিসেবে রাশিয়ার সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে তিনি ওই মন্তব্য করেন।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, “ইউক্রেন অবশ্যই নিজেকে রক্ষা করবে। আমরা কোনো অবস্থাতেই আমাদের স্বাধীনতা অন্য কাউকে হরণ করতে দেব না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানিরা যা করেছিল এখন ঠিক একই কাজ করছে রাশিয়া।”

যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন জনগণকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি রক্তদাতাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে যারা দেশটিতে নিষেধাজ্ঞার আওতায় আছে কিন্তু রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত তাদের সাধারণ ক্ষমার নিশ্চয়তা দিয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আরআইএকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “মস্কো যে অভিযান পরিচালনা করছে তাতে রুশ নীতিতে অবশ্যই যৌক্তিকতা রয়েছে।” 

এদিকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার মুখে ইউক্রেনের সেনারা তাদের অবস্থান থেকে সরে যেতে শুরু করেছে- মস্কোর এমন দাবি অস্বীকার করেছে কিয়েভ। 

Link copied!