তাইজুলের আঘাত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২১, ০৬:০০ পিএম

তাইজুলের  আঘাত

টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান মিরপুরে চাপের মধ্যে রয়েছে। আর অবশ্যই কারণ তাইজুল ইসলাম। বাঁ-হাতি এই স্পিনারের তোপে সুবিধা করতে পারছেন না পাকিস্তানের ব্যাটসম্যানরা। দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে। আজ প্রথম দিনের খেলা। লাঞ্চ পর্যন্ত ৩১ ওভার খেলা হয়েছে। আর ২ উইকেটে ৭৮ রান তুলেছে সফরকারীরা। দুটি উইকেটই তাইজুলের। 

আজহার আলি ৬ ও বাবর আজম ৮ রানে এখন ব্যাট করছেন। তাইজুলের ঘূর্ণি সামলাতে বেগ পেতে হচ্ছে তাদের। 

তাইজুল চট্টগ্রাম টেস্টেও সফল ছিলেন। আবার ঢাকায়ও সফল তিনি। পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি (৩৯) ও আব্দুল্লাহ শফিককে (২৫) কে বোল্ড করেছেন তিনি। 

 

২ টেস্টের সিরিজ এটি। চট্টগ্রামের প্রথম টেস্টে পাকিস্তান ৮ উইকেটে জয় তুলে নেয়। ফলে ১-০ তে এগিয়ে তারা। জয়ের অভিষেক হবে এটা গতকালই গুঞ্জন ছিল। শুধু তাসকিন ফিরতে পারলেন না। পেসার রাহী বাদ পরেছেন। আর ইয়াসির আলি রাব্বি খেলতে পারবেন না। সাকিব তাই দলে চলে আসেন অটোমেটিক। সাইফ হাসানের জায়গায় জয় এসেছেন দলে।

বিশ্বকাপে পাওয়া হ্যামস্ট্রিং ইনজুরিতে সাকিব খেলতে পারেননি টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টেস্টের দলে থাকলেও শেষ মুহূর্তে ছিটকে পড়েন একই কারণে। অবশেষে তিনি ফিরেছেন দলে। এ ছাড়া খালেদ একাদশে ফিরেছেন আড়াই বছর পর। সবশেষ তিনি খেলেছেন হ্যামিল্টনে নিউ জিল্যান্ডের বিপক্ষে, ২০১৯ সালের মার্চে। এদিকে পাকিস্তান একাদশে কোন পরিবর্তন আসেনি। আগের ম্যাচের একাদশেই আস্থা রেখেছে সফরকারী দলের টিম ম্যানেজম্যান্ট। 

পাকিস্তানের দলে কোনো পরিবর্তন নেই। তাদের চট্টগ্রামের দলটিই খেলবে। 

বাংলাদেশ একাদশ : সাদমান, জয়, শান্ত, মুমিনুল, সাকিব, মুশফিক, লিটন, মিরাজ, তাইজুল, খালেদ, এবাদত।

পাকিস্তান একাদশ : আবিদ, শফিক, আজহার, বাবর, ফাওয়াদ, রিজওয়ান, ফাহিম, হাসান, সাজিদ, নোমান, আফ্রিদি। 

Link copied!