রাশিয়ার প্রযুক্তি, সামরিক ও মহাকাশ খাতে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৪:১৬ পিএম

রাশিয়ার প্রযুক্তি, সামরিক ও মহাকাশ খাতে মার্কিন নিষেধাজ্ঞা

নতুন এইসব নিষেধাজ্ঞার আওতায় আছে রাশিয়ার প্রযুক্তি খাতে রপ্তানি বন্ধ করা, সামরিক এবং মহাকাশ খাতে রাশিয়ার অগ্রগতির রাশ টেনে ধরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘আক্রমণকারী’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি যুদ্ধ বেছে নিয়েছেন। তাই তার দেশের মতো তাকেও নিষেধাজ্ঞার ভোগান্তি পোহাতে হবে।

ইউক্রেইনে হামলার জন্য রাশিয়া বিশ্বের দেশগুলোর কাছ থেকে নিন্দার ঝড়ে পড়াসহ যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর কাছ থেকে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞার শাস্তির সম্মুখীন হচ্ছে। বাইডেন রাশিয়ার কয়েকটি খাতকে নিশানা করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন, যার তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী চড়া মূল্য দিতে হবে রাশিয়ার অর্থনীতিকে।

এছাড়া- ডলার, ইউরো, পাউন্ড, ইয়েনে রাশিয়ার ব্যবসা সীমিত করা এবং রাশিয়ার বিভিন্ন ব্যাংক ও দুর্নীতিগ্রস্ত ধনকুবরসহ তাদের পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

Link copied!