ইউক্রেনের উত্তর ও দক্ষিণ অঞ্চলে রুশ সেনাদের প্রবেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৭:৩৫ পিএম

ইউক্রেনের উত্তর ও দক্ষিণ অঞ্চলে রুশ সেনাদের প্রবেশ

ইউক্রেনের উত্তর ও দক্ষিণ অঞ্চলে  রাশিয়ার সেনারা প্রবেশ করছে বলে জানিয়েছে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী ডিপিএসইউ। বৃহস্পতিবার দুপুর নাগাদ সেনারা প্রবেশ করতে শুরু করে বলে তারা জানায়। খবর বিবিসি ও আলজাজিরার।

আরও পড়তে পারেন: অস্ত্র হাতে নিয়ে রুশ সেনাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন

ডিপিএস জানিয়েছে, ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপ দিয়ে ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে প্রবেশ করে রাশিয়ার সেনারা। প্রবেশ করার আগে রাশিয়ার গোলন্দাজ ইউনিট সীমান্তের অভ্যন্তরে দফায় দফায় গোলাবর্ষণ করে।

এদিকে, রাশিয়ার অত্যন্ত ঘনিষ্ট মিত্র দেশ হিসেবে পরিচিত বেলারুশ থেকে ইউক্রেনের উত্তরাঞ্চলেও প্রবেশ করতে শুরু করেছে রুশ সেনারা। তবে সেখানকার সার্বিক পরিস্থিতি এখনও জানা যায়নি বলে আল জাজিরার খবরে বলা হয়।

প্রসঙ্গত, স্থানীয় সময় বুধবার রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে হামলা শুরু করে রুশ সেনারা।

আরও পড়তে পারেন: ইউক্রেনের বিপদে পাশে থাকছে না পশ্চিমারা

ইউক্রেন বলছে, তিন দিকের সীমান্ত দিয়ে তাদের দেশে হামলা চালানো হয়েছে। রাশিয়া, বেলারুশ এবং ক্রিমিয়া সীমান্ত দিয়ে ইউক্রেনে হামলা চালানো হয়।

ইউক্রেন জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ান ফেডারেশন এবং বেলারুশপন্থি রুশ সৈন্যরা হামলা চালায়।

ইউক্রেনের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় লুহানস্ক, সামি, খারকিভ, ছেরনিহিভ এবং ঝিতোমির অঞ্চলে হামলা চলছে। কামান, ভারী সরঞ্জাম এবং ছোট অস্ত্র ব্যবহার করে সীমান্ত ইউনিট, সীমান্ত টহল এবং চেকপয়েন্টগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

রাশিয়াকে না দেখিয়ে সংবাদ প্রচার নয়

Link copied!