তাসের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করল রয়টার্স

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৩, ২০২২, ০৮:০৬ পিএম

তাসের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করল রয়টার্স

ইউক্রেন সংকটের জেরে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাসের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

আজ বুধবার রয়টার্স তার কর্মীদের কাছে এক বার্তার মাধ্যমে এ তথ্য জানায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তাস যেভাবে ইউক্রেন যুদ্ধকে চিত্রায়িত করছে তা নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে রয়টার্স তার ব্যবসা টু ব্যবসা (বিটুবি) মার্কেটপ্লেস থেকে তাসকে সরিয়ে দিয়েছে।

রয়টার্সের অন্তর্বর্তীকালীন সিইও ম্যাথিউ কিন কর্মীদের উদ্দেশে ওই বার্তায় লিখেছেন, 'আমরা বিশ্বাস করি যে, রয়টার্স কানেক্টে তাসের কনটেন্ট উপস্থাপন করা থমসন রয়টার্স ট্রাস্ট নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।'

এ ঘটনার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তাস কর্তৃপক্ষ।

Link copied!