মার্চ ৬, ২০২২, ১০:৪৬ এএম
চলমান প্রতিরোধ যুদ্ধে সহায়তায় যুদ্ধবিমান চেয়ে পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আবেদনের পরিপ্রেক্ষিতে মিগ পাঠাতে রাজি হয়েছে পোল্যান্ড।
আরও পড়তে পারেন: তৃতীয় দফা আলোচনায় সোমবার বসছে রাশিয়া-ইউক্রেন
মার্কিন গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বিমান দিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ানোর অনুরোধ জানানোর পর ইউক্রেনে মিগ পাঠাতে সম্মত হয় দেশটি।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘এই বিষয়টি নিয়ে কথা হয়েছে পোল্যান্ডের সঙ্গে। এর ফলে পোল্যান্ডের যে ক্ষতি হবে, তা পূরণ করে দেওয়া হবে।’ তবে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
আরও পড়তে পারেন: শান্তি আলোচনায় অংশ নেওয়া ইউক্রেনের প্রতিনিধি খুন
ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর বিষয়টি যে কোনও দেশের নিজস্ব সিদ্ধান্ত উল্লেখ করে হোয়াইট হাউসের ওই মুখপাত্র আরও বলেন, “ পোল্যান্ড যদি এই বিষয়ে সিদ্ধান্ত নেয়, তবে বিমানের রসদের যোগান দিয়ে আমেরিকা সাহায্য করবে। কী ভাবে তা পাঠানো হবে তা বলে দেওয়া হবে।’
গতকাল শনিবার যুক্তরাষ্ট্র ও পোল্যান্ডের প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেন। বৈঠক শেষে জেলেনস্কি জানান, পোল্যান্ড রাজি হয়েছে মিগ বিমান পাঠাতে। তারা আমেরিকার মতামতের জন্য অপেক্ষা করছিল। তারপর হোয়াইট হাউসের পক্ষ থেকে সমর্থন জানানো হয় এ বিষয়ে।