আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত ২

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৮, ২০২১, ১১:০৪ এএম

আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ জন। বৃহস্পতিবার (অক্টোবর) সকালে জেলার রায়পুরা উপজেলার চরাঞ্চল কাচারিকান্দিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাচারিকান্দির মারফত আলীর ছেলে সাদিব মিয়া (১৯) এবং আসাদ মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই কাচারিকান্দি এলাকার বড় শাহ আলম ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সেই বিরোধ চরম আকার ধারণ করে। এরই বহিঃপ্রকাশ হিসেবে বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই ছোট শাহ আলম গ্রুপের হিরণ মিয়া ও সাজু মিয়ার মৃত্যু হয়। টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে ৭ জন আহত হয়।

আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান সংবাদমাধ্যমকে জানান, আধিপত্য বিস্তাকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

Link copied!