ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী পেলেন ৫৬ ভোট!

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৬, ২০২২, ০৬:৫০ পিএম

ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী পেলেন ৫৬ ভোট!

দেশে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের সদরপুরের একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মাত্র ৫৬ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মাদ রফিকুল ইসলাম চশমা প্রতীক নিয়ে ৩ হাজার ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে ফরিদপুরের সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সদরপুরের চর মানাই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি মো. বজলু মাতুব্বর। সন্ধ্যায় ফলাফল ঘোষণা হলে জানানো হয় তিনি মাত্র ৫৬ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মাদ রফিকুল ইসলাম (চশমা) ৩ হাজার ৩০০ ভোট পান। এতে নৌকার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

এদিকে, পরাজয় স্বীকার করে নৌকার প্রার্থী মো. বজলু মাতুব্বর সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের দল ক্ষমতায়। তবু এই হার আমার নিজের ও দলের জন্য লজ্জাজনক। আমি নৌকার প্রার্থী হয়েও ভালোভাবে প্রচার-প্রচারণা চালাতে পারিনি একটা শক্তির বিরোধিতার কারণে। আমি আমার কোনো নেতাকর্মীর সাহায্য-সহযোগিতা পাইনি।”

তিনি আরও বলেন, “আমার নেত্রী শেখ হাসিনার কাছে আমার প্রশ্ন, চর মানাইতে নৌকা কইরা কেন হামলা-নির্যাতনের স্বীকার হইতে হবে? বাড়ি ছাইড়া পালাইতে হবে?”

Link copied!