বেত্রাঘাত করিনি ভয় দেখিয়েছি: মেয়র আরিফ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২২, ০৬:৪৯ পিএম

বেত্রাঘাত করিনি ভয় দেখিয়েছি: মেয়র আরিফ

সড়কের ওপর ভ্যান রাখার কারণে এক চালককে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে। বেত্রাঘাত করার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। এর পরই বিষয়টি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এ ঘটনায় মুখ খুললেন মেয়র আরিফুল হক।

বেত্রাঘাতের বিষয়ে তিনি দাবি করেন, “সড়কে ভ্যান রাখায় ওই যুবককে আমি ভয় দেখিয়েছি। তাকে পেটানোর কোনও প্রশ্ন আসে না। এখানে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এটা কোনোভাবেই সত্য নয়। সিসি ফুটেজ ভালো করে দেখলেই আসল ঘটনা বেরিয়ে আসবে- কী হয়েছিল সেদিন। আমি গাড়ি থামিয়ে তাকে ধমক দেওয়ার পর ভয় দেখানোর জন্য হাতে বেত নিয়েছি। তখন সে ভয়ে হাত সামনে নিয়ে এসেছে। অথচ সেটাকে বলা হলো আমি বেত্রাঘাত করেছি।”

তিনি আরও বলেন, “সড়কে ভ্যান রাখার কারণে অন্যরাও রাখবে। সে জন্য আমি ধমক দিয়েছি, যাতে চলে যায়। ভ্যানচালকও তার ভুল স্বীকার করেছে।”

উল্লেখ্য, শনিবার বেলা ২টার দিকে চৌহাট্টার দিকে গাড়িতে করে যাচ্ছিলেন মেয়র আরিফ। এ সময় সড়কের পাশে একটি ভ্যান দাঁড় করিয়ে রাখা দেখতে পান তিনি। তখন মেয়র গাড়ি থামিয়ে ওই ভানচালককে ডেকে নিয়ে তার হাতে বেত্রাঘাত করেন।

এই ঘটনার সময় পাশেই দাঁড়িয়ে ছিলেন ছাত্র ইউনিয়নের সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি সপ্ত দাস। তিনি মেয়রের বেত্রাঘাতের একটি ছবি ফেসবুকে আপ করেন। এরপরই বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে।

Link copied!