মণ্ডপে কোরআন রাখার দায় স্বীকার করেছেন ইকবাল

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২২, ২০২১, ১১:৪১ পিএম

মণ্ডপে কোরআন রাখার দায় স্বীকার করেছেন ইকবাল

কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার দায় স্বীকার করেছেন ইকবাল হোসেন। বৃহস্পতিবার রাতে (২১ অক্টোবর) ইকবালকে কক্সবাজার থেকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মণ্ডপে পবিত্র কোরআন রাখার বিষয়টি স্বীকার করেন তিনি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে আটক করে পুলিশ। পরে তাকে সেখান থেকে শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশ লাইনে নেওয়া হয়। সেখানেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল কোরআন রাখার কথা স্বীকার করেন।

ওই পুলিশ কর্মকর্তা জানান, মণ্ডপে কোরআন রাখার পর হনুমানের মূর্তি থেকে গদা সরিয়ে নেওয়ার কথাও পুলিশের কাছে বলেছেন ইকবাল। তবে কার নির্দেশে এই কাজ করেছেন, তা এখনও ইকবাল জানাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর থেকেই অসংলগ্ন আচরণ করছেন ইকবাল।

কক্সবাজার থেকে কুমিল্লা জেলা পুলিশ লাইনে নেওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

কুমিল্লা জেলা পুলিশের ডিআইও মনির আহমেদ সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে ইকবালের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে, ইকবালের সহযোগী সন্দেহে ইকরামসহ অন্তত ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে কুমিল্লা নগরীর শাহ আবদুল্লাহ গাজীপুরি (রা.)-এর মাজারের সহকারী খাদেম হিসেবে পরিচিত হুমায়ুন আহমেদ ও ফয়সাল আহমেদও রয়েছেন। এ মাজারের মসজিদ থেকেই কোরআন নিয়ে মণ্ডপে রাখেন ইকবাল।

Link copied!