মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার ৩

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২২, ২০২১, ০৪:২০ এএম

মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার ৩

মানবতাবিরোধী অপরাধের মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি এলাকা থেকে ২ জন ও ময়মনসিংহ নগরীর এবিগুহ রোড এলাকা থেকে ১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের সমশের আলীর ছেলে তারা মিয়া (৭০) এবং কালিয়ান গ্রামের মেফর আলীর ছেলে মো. রুস্তম আলী (৮১) এবং ময়মনসিংহ নগরীর সৈয়দ মোস্তাফিজুর রহমান (৭২)।

এর আগে, ঈশ্বরগঞ্জ এলাকায় মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালানোর অভিযোগে ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তারকৃত তিনজনই মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও অগ্নিসংযোগের মতো অপরাধে যুক্ত ছিলেন। এদের মধ্যে তারা মিয়া জালিয়াতির মাধ্যমে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা কল্যানট্রাস্টের ভাতা ভোগ করছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ ও ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সংবাদ পাওয়ার পরই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!