ফেব্রুয়ারি ২, ২০২২, ১২:২০ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক শিক্ষার্থীর। তার নাম মাহবুব হাবিব হিমেল। তিনি চারুকলা অনুষদের ২০১৬-১৭ বর্ষের ছাত্র। মঙ্গলবার রাত ৯টার দিকে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে ওই ঘটনা ঘটে। এ ঘটনার পর ৫টি ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
এ ঘটনায় আহত রায়হান প্রমাণিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। রায়হান সিরামিক ও ভাস্কর্য বিভাগরে চতুর্থ বর্ষের ছাত্র। গ্রাফিক ডিজাইন বিভাগের সভাপতি নুরুল মোদাচ্ছের চৌধুরী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া মাহবুব হাবিবের পরিচয় নিশ্চিত করেছেন।
এ ঘটনায় মাহবুব হাবিবের সহপাঠীরা ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েছেন। দুর্ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অন্তত ৩০০-৪০০ শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। রাত এগারোটায় এ প্রতিবেদন লেখার সময়ও শিক্ষার্থীরা সেই বিক্ষোভ অব্যাহত রাখে।
কয়েকজন সহপাঠী বলেন, ‘রাত প্রায় সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজের জন্য আসা একটি গাড়ির ধাক্কায় আমাদের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। ট্রাকের চাপায় ওই শিক্ষার্থীর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।’
মৃত্যুর বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে জড়ো হন এবং ক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তারা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন।