কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বেলা ১১টা ৫৫ মিনিটে তাকে আদালতে তোলা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এর আগে, ইকবালকে বৃহস্পতিবার (২১ অক্টোবর) কক্সবাজার থেকে গ্রেপ্তার হয়। পরে সেখান থেকে তাকে কুমিল্লা পুলিশ লাইন্সে নেওয়া হয়।
শুধু নানুয়ারদীঘির পাড়ের মণ্ডপেই নয় আরো একটি মন্দিরের ঢোকার চেষ্টা করেছিলেন ইকবাল বলে জানাচ্ছে পুলিশের সূত্র। তদন্ত সূত্র বলছে, শুরুতে নানুয়ারদীঘির পাড়ের পূজামণ্ডপে ঢুকতে ব্যর্থ হন ইকবাল। এরপর তিনি গিয়েছিলেন ওই মণ্ডপের অদূরে দিগম্বরীতলার গুপ্ত জগন্নাথ মন্দিরে। সেখানে গেটের তালা ভাঙতে ব্যর্থ হন ইকবাল। ফলে সেখানেও ব্যর্থ হয়ে ফিরে আসেন নানুয়ারদীঘির পাড়ের পূজামণ্ডপে। সেসময় ওই মণ্ডপে লোকজন না থাকায় কোরআন শরিফ রেখে যান ইকবাল।
আটকের পর জিজ্ঞাসাবাদে ইকবাল কী তথ্য দিয়েছেন সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি।