হাফ ভাড়া আইন পাসের দাবিসহ সংসদে যা বললেন রুমিন ফারহানা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৭, ২০২১, ০৪:১৩ পিএম

হাফ ভাড়া আইন পাসের দাবিসহ সংসদে যা বললেন রুমিন ফারহানা

সব ধরনের গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া প্রচলন করতে জাতীয় সংসদে আইন পাস করার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (২৭ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এক প্রশ্ন করার পাশপাশি তিনি এই দাবি তোলেন।

বিএনপির এই সংসদ সদস্য বলেন, “বহুদিন ধরেই বাস ভাড়া হাফ করতে দাবি করে আসছে শিক্ষার্থীরা। সম্প্রতি শহর এলাকার কিছু বাসে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হয়। কিন্তু এটা নিয়ে কোনো আইন বা নীতিমালা না থাকায় ভাড়া বাড়ানোর পরে সমস্যা সৃষ্টি হয়েছে।”

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “সম্প্রতি বাসভাড়া বাড়ানোর পরে মালিকপক্ষ হাফ ভাড়া বন্ধ করে দিয়েছে। এই জেরে শিক্ষার্থীরা আন্দোলনে এসেছে। কিন্তু তাদের ওপর ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা হামলা করেছেন।

বিএনপির এই সাংসদ বলেন, “সরকার বলে বেসরকারি গণপরিবহনের ভাড়া নির্ধারণের ক্ষমতা সরকারের নেই। কথাটি সঠিক নয়। কারণ সরকার যদি ব্যবসার জন্য কোনো আইন করে সেটা মেনে নিয়ে ব্যবসা করতে হয় ব্যবসায়ীদের।”

সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারি পরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার আইন করতে পারে জানিয়ে  ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করে বলেন, “সেক্ষেত্রে সবাইকে সেটা মানতে হবে। শুধু শহর এলাকার বাসে নয়, সকল গণপরিবহনে অবলিম্বে শিক্ষার্থীদের হাফ ভাড়া দিয়ে যাতায়াতের আইনি বিধান করা হোক।”

প্রসঙ্গত, সরকার তেলের দাম বাড়ানোর পর বাসমালিক কর্তৃপক্ষ গণপরিবহনে ভাড়া বাড়িয়ে দেয় সরকার।এরই মধ্যে হাফ ভাড়ার দাবিতে সড়কে নামে শিক্ষার্থীরা। হাফ ভাড়ার দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন ও সড়ক অবরোধ করছে। তাদের এই দাবিকে যৌক্তিক আখ্যা দিয়ে এতে সমর্থন দিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনসহ বিভিন্ন সংগঠন।

Link copied!