দেশের করোনাভাইরাস প্রতিরোধে যারা টিকা গ্রহণ করবেন না তাদের কারাগারে পাঠানোর হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগ্রো দুতার্তে। স্থানীয় সময় সোমবার (২১ জুন) টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ হুমকি দেন।
কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার খবরে এ তথ্য জানা গেছে। আল জাজিরার খবরে বলা হয়, করোনা মোকাবিলায় রাজধানী ম্যানিলায় টিকাদান কর্মসূচি চললেও নাগরিকরা টিকা নিচ্ছেন না-এমন খবর ফিলিপাইনের স্থানীয় সংবাদমাধ্যমে উঠে আসলে প্রেসিডেন্ট দুতার্তে এমন মন্তব্য করেন।
সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, ‘হয় করোনা টিকা নেবেন অথবা আমি আপনাকে কারাগারে পাঠাব। আপনাদের এই দুটির একটি বেছে নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাকে ভুল বুঝবেন না। দেশের সংকটময় মুহুর্তে করোনা সংক্রমণ প্রতিরোধে জনগণ সরকারকে সহায়তা না করায় আমি খুবই হতাশ।’
করোনা মহামারি চলাকালে এশিয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ফিলিপাইন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১৩ লাখেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। আর ২৩ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ফিলিপাইনের ১১ কোটি জনসংখ্যার মধ্যে গত ২০ জুন পর্যন্ত মাত্র ২১ লাখ মানুষকে পুরোপুরি টিকার আওতায় আনতে পেরেছে দেশটির সরকার।