অমর একুশে গ্রন্থমেলার ৩১ দিন পেরিয়ে পর্দা নামল দেশে সবচেয়ে বড় মিলন মেলার। বৃহস্পতিবার মেলার শেষ দিনে আয়োজক বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হল, এবার কমপক্ষে ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। করোনাভাইরাস মহামারীর কারণে দেরিতে শুরু হলেও এই মেলা সফল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে বইমেলার সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ তার প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেন। তবে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের ধারণা, বই বিক্রি শত কোটি টাকার বেশিই হবে, প্রকাশকরা নানা কারণে সঠিক তথ্য দেননি হয়তো।
আরও পড়তে পারেন
বইমেলার শেষ দিনে উপচেপড়া ভিড়, বই কেনার হিড়িক
২০২১ সালে মহামারীতে টালমাটাল অবস্থায় বইমেলায় সর্বমোট বিক্রি হয়েছিল মাত্র ৩ কোটি ১১ লাখ টাকার বই। তবে ২০২০ সালে এই অঙ্ক ছিল ৮২ কোটি টাকা। জালাল আহমেদ বলেন, এবার বইমেলায় বাংলা একাডেমি ১ কোটি ৩৫ লাখ টাকার বই বিক্রি করেছে। মেলায় সর্বমোট বই বিক্রি হয়েছে কমপক্ষে ৫২ কোটি ৫০ লাখ টাকার।
জালাল আহমেদ আরও বলেন, বাংলা একাডেমি মেলার শেষ দিকে এসে একটা জরিপ পরিচালনা করে থাকে। সেই জরিপের ভিত্তিতে সর্বমোট বিক্রির তথ্য পাওয়া যায়। এই সংখ্যাটা নিশ্চিত না হলেও মোটামুটি একটি অঙ্ক আমরা দাঁড় করাতে পারি। তবে বিক্রির অঙ্কটা এর চেয়ে কম নয়, বেশিই হবে।
বিক্রি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “যদিও ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলা হচ্ছে, কিন্তু আমার ধারণা শত কোটি টাকার মতো বই বিক্রি হতে পারে। বেশি বললে হয়ত আয়কর বিভাগ এসে ধরে কি না, সে ভয়ে তারা (প্রকাশকরা) কমিয়ে বলছেন।”