দিনব্যাপী উৎসবমুখরতা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০১:৫৭ এএম

দিনব্যাপী উৎসবমুখরতা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জমজমাট আয়োজনে পালিত হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠান আয়োজন শুরু হয় সকাল ১০.০০ টায় একাডেমির নন্দনমঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল শিল্পী, কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

Shilpakala Ekademi inner

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের র‌্যালি। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী একাডেমির কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন। এর পরে ৪৯ বছরের শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের কার্যক্রমের উপর ১০ দিনব্যাপী চলা প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহাপরিচালক। জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলা এ প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় নাট্যশালা মিলনায়তনে সকালের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সকাল ১১.০০টা থেকে। পরে একাডেমির শিল্পী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহনে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিশুদের বিভিন্ন পরিবেশনা ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী মুগ্ধ করে দর্শকদের। 

বিকেলের আয়োজনে ৫.০০টা বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রা বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার গেট দিয়ে প্রদক্ষিণ করে জাতীয় চিত্রশালার গেট দিয়ে একাডেমি চত্ত্বর প্রদক্ষিণ করে নন্দনমঞ্চে শেষ হয়। বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও শোভা যাত্রায় অংশ নেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, সচিব আবুল মনসুর এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও একাডেমির সকল শিল্পী, কর্মকর্তা ও কর্মচারীরা।

Shilpakala Ekademi inner 2

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের র‌্যালিতে অতিথিদের সাথে শিল্পী, কর্মকর্তা ও কর্মচারীরা। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বিকেলে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

একক সঙ্গীত, পালাগান, সমবেত সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, যাত্রাসহ নানান পরিবেশনা চলে।

প্রসঙ্গত, শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের ৪৯ বছরের কার্যক্রমের নান্দনিক প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত। জাতীয় চিত্রশালা মিলনায়তনে ১০ দিনব্যাপী  এ প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে সকাল ১১.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত।

Link copied!