শিল্পকলায় শিশুতোষ গীতি আলেখ্য ‘ওরা অকারণে চঞ্চল’ অনুষ্ঠিত

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২১, ২০২৩, ০৪:৫০ এএম

শিল্পকলায়  শিশুতোষ গীতি আলেখ্য ‘ওরা অকারণে চঞ্চল’ অনুষ্ঠিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শিশুশিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে গীতি আলেখ্য ‘ওরা অকারণে চঞ্চল’।

বাংলা সাহিত্যের প্রধানতম লেখকদের মধ্যে অন্যতম পাঁচজন কবি যাঁরা গান ও সুরে বাংলা গানকে সমৃদ্ধ করেছেন তাদেঁর রচিত কিছু গান ও গানের সাথে নৃত্য দিয়ে সাজানো হয় শিশুতোষ গীতি আলেখ্য ‘ওরা অকারণে চঞ্চল’। 

মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় গীতিআলেখ্য পরিবেশিত হয় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। 

শিশুদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও শিশুবন্ধু লিয়াকত আলী লাকী বলেন,  ‘আমাদের মোট জনগোষ্ঠির ৪৫ ভাগই শিশু, শিশুদের জন্য আমরা নানামুখী কার্যক্রম পরিচালনা করছি’। পরে নতুন পূর্ণাঙ্গ একটি শিশু বিভাগ করার ঘোষণা দেন মহাপরিচালক।

তিনি আরো বলেন, ‘শিশুরা চঞ্চল, শিশুমনের এই চাঞ্চল্যই জরুরি, যা তাদের দ্রুত জ্ঞানার্জনে সহায়তা করে থাকে। এই শিশুতোষ আয়োজনের মধ্য দিয়ে আমরা যাদেঁর গান শুনবো তাদেঁর সৃষ্টিকর্মের প্রতি শিশুদের উদ্বুদ্ধ করা সম্ভব।’

Link copied!