ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৮:১৯ পিএম
নির্বাচন কমিশন গঠনে কাজ করা সার্চ কমিটির ওপর আস্থা নেই বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান। বাংলাদশে কোনো নিরপেক্ষ লোক নেই বলেও তিনি জানান।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাজ আয়োজিত ‘বর্তমান জাতীয় সংকট এবং সমাধানের নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সার্চ কমিটি নিয়ে যা বললেন ড. কামাল হোসেন
ড. আকবর আলি খান বলেন, “সার্চ কমিটির ওপর আস্থা নেই। কারণ যারা সার্চ কমিটিতে আছেন তারা সকলই দল করেন। আবার দল না করলেও কোনো না কোনো পক্ষের রয়েছে।”
আরও পড়ুন: ‘আমাদের হাইকমিশনারদের অধিকাংশেরই জন্মতারিখ ঠিক নেই’
দেশের নির্বাচনি সিস্টেম যুক্তরাষ্ট্রের মতো করতে হবে জানিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা আরও বলেন, “ সেটা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। আমাদের সাংবিধানিকভাবে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং আমলাতন্ত্রকে সরকারের রাহুগ্রাস থেকে মুক্ত করতে হবে। এটা করতে পারলে সরকার এবং আমলাতন্ত্র উভয়েই লাভবান হবে। তবে এ ধরনের সমস্যার রাতারাতি সমাধান করা সম্ভব নয়।”
আলোচনায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল, বেলার প্রধান নিবার্হী সৈয়দা রিজওয়ানা হাসান।