৩০ ঘণ্টা পর এখনো পুড়ছে বঙ্গবাজার; ধোঁয়াচ্ছন্ন পুরো এলাকা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৫, ২০২৩, ০৯:৪৯ এএম

৩০ ঘণ্টা পর এখনো পুড়ছে বঙ্গবাজার; ধোঁয়াচ্ছন্ন পুরো এলাকা

আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো জ্বলছে বঙ্গবাজার। ধোঁয়া উড়ছে নিভে যাওয়া আগুনের স্থানগুলো থেকে। অন্যদিকে এনেক্সকো টাওয়ারসহ আশপাশের ভবনে এখনো দেখা যাচ্ছে ধোঁয়া। যে কোনো সময় আগুন বেড়ে উঠতে পারে। তবে আগুন কখন পুরোপুরি নেভানো সম্ভব হবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বুধবার (৫ এপ্রিল) সকাল থেকেই ভিড় দেখা যায় বঙ্গবাজার এলাকায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও উৎসুক জনতার ভিড়। সাথে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস।

এর আগে ভোরে ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, এ আগুন পুরোপুরি নেভাতে আরও কিছু সময় লাগবে।

বুধবার সকাল পর্যন্ত এনেক্সকো টাওয়ার ও গুদামে ধোঁয়া উঠতে দেখা যায়। ফায়ার সার্ভিস রাতভর আগুন নেভানোর চেষ্টা করলেও ধ্বংসস্তূপের নিচ থেকে অনবরত ধোঁয়ার সাথে দেখা যায় আগুনের ফুলকি। 

পোড়া ধ্বংসস্তূপ থেকে ব্যবসায়ীরা মালামাল সরাতে চেষ্টা করছেন। অন্যদিকে বহুতল ভবন থেকে পোশাকের বস্তাগুলো নিচে ফেলে উদ্ধার করছেন অন্য ব্যবসায়ীরা।

লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, ‘এনেক্সকো টাওয়ারের ভেতরে কিছু কিছু জায়গায় এখনো আগুন জ্বলায় সেখানে যেতে আমাদের একটু সময় লাগছে। আগুন নির্বাপণ করতে ওইসব জায়গা খুঁজে খুঁজে আমাদের বের করতে হচ্ছে। এতে দিনের আরও কিছু অংশ সময় লাগতে পারে।’  

সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী টিন-কাঠের অবকাঠামোতে তৈরি বঙ্গবাজার কমপ্লেক্সে ২ হাজার ৯৬১টি দোকান রয়েছে। তবে এই আগুনে এখন পর্যন্ত ৫ হাজারের বেশি দোকান পুড়েছে বলে জানা গেছে। 

অন্যদিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ দোকান মালিক সমিতি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৭০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। 

এর আগেও বঙ্গবাজার মার্কেটে কয়েকবার বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ১৯৯৫ সালে ভয়াবহ আগুনে পুরো বিপণিবিতান পুড়ে যায়। এ ছাড়া ২০১৮ সালেও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এই মার্কেটে।

Link copied!