ফেব্রুয়ারি ৪, ২০২২, ০১:২২ পিএম
করোনাভাইরাস থেকে সেরে উঠলেও শেষ পর্যন্ত আর আপিল বিভাগে বসা হল না বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের। শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সম্প্রতি করোনা নেগেটিভ হলেও শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি।
শুক্রবার ভোর ৬টা ১৫ মিনিটে মারা যান তিনি।
আরো খবর
র্যাবের মুখপাত্র করোনাভাইরাসে আক্রান্ত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির করোনা আক্রান্ত
ফের করোনা আক্রান্ত রুমিন ফারহানা
বিচারপতি নাজমুল আহাসানের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন বিচারপতি নাজমুল আহাসান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া চার বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান ছিলো বিগত মাসে। নাজমুল আহাসান বাদে নিয়োগ পাওয়া অন্য তিন বিচারপতি ওইদিনই শপথ নেন। করোনা আক্রান্ত হওয়ায় নাজমুল আহাসান ঐদিন শপথ নিতে পারেননি।
নাজমুল আহাসানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। নিজের শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।