করোনায় ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২২, ০৫:৩৪ পিএম

করোনায় ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু, বেড়েছে  শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত দেশে মোট ২৯ হাজার ২২৩ জনের মৃত্যু হলো।

এদিকে, বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৪ জন। এনিয়ে দেশে ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকায় ৩ জন ও ময়মনসিংহের ৩জন রয়েছেন। মৃতদের মধ্যে চারজন পুরুষও ও দুইজন নারী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায়  ১১ হাজার ১২৬ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ১৩১টি নমুনা। এরমধ্যে এক হাজার ৩২৪ জনের করোনা শনাক্ত হয়। নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের শতকরা হার ১১ দশমিক ৮৯। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। এসময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৭ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ওই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

 

Link copied!