জানুয়ারি ৫, ২০২২, ১২:২০ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বেগম খালেদা জিয়ার কোনো অঘটন ঘটলে ক্ষমতাসীন প্রত্যেককে হত্যার আসামী করা হবে।”
বুধবার বেলা সোয়া ১২ টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা দক্ষিণ বিএনপি'র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।
মহাসচিব বলেন, “খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অথচ সরকার আইনের অজুহাতে তাকে বিদেশে চিকিৎসা দিতে চাচ্ছে না বরং তারা বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে হত্যা করতে চায়। হত্যার আসামি করে প্রত্যেকের বিচার করা হবে।”
তিনি বলেন, “সরকার জেনেশুনে পূর্বপরিকল্পিতভাবে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে।”
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে দেশে গণতন্ত্র হত্যার প্রধান নায়ক আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, “২০১৪ সালের ৫ ই জানুয়ারির নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ যখন দেখে জনগণ তাদের ভোট দেবেন না, তখন তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করে। আর এতে প্রধান নায়কের ভূমিকায় ছিলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। তাই ভবিষ্যতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে, জনগণের সরকার প্রতিষ্ঠা হলে বিচারপতি খায়রুল হকের বিচার করা হবে।”
তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চায় তারা তাদের নীলনকশা বাস্তবায়নে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারান্তরীণ করে রেখেছেন।”
ফখরুল বলেন, “আজ গণতন্ত্র হত্যা দিবস এই দিনে ২০১৪ সালের ৫ জানুয়ারি পাতানো কৌশলে এক দলীয়ভাবে নির্বাচন হয়ে ছিল শুধুমাত্র একটি দলকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে। অথচ দেশের সকল রাজনৈতিক দল সেই নির্বাচন বর্জন করেছিল।”