অক্টোবর ৪, ২০২১, ০৩:৩৫ পিএম
আসছে ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে জনগণের কাছে গ্রহনযোগ্য মানুষের নাম পাঠানোর আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন টাকা খেয়ে খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না। এসব অপকর্ম থেকে বিরত থাকতে সকলের প্রতি আহবানও জানান তিনি।
সোমবার (৪ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অনুষ্ঠিত প্রয়াত সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করতে হবে,নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অনেকেই ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে যায়, যা মোটেই কাম্য নয়। এসময় তিনি ক্ষমতার অপব্যবহার না করতেও দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দেন।
খারাপ মানুষ দিয়ে রাজনীতি করলে দল নষ্ট হয়ে যাবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুঃসময়ে বসন্তের কোকিলরা দলে থাকবে না,ত্যাগীরাই সুখে-দুঃখে দলের পাশে থাকবে,- তাই সৎ ও ভালো মানুষদের দলে টানতে হবে।
৭৫ ও ২১ আগস্ট ঘটনায় পারস্পরিক সম্পর্কের দেয়াল আরো উঁচুতে নিয়ে গেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, জিয়া যেমন ৭৫'র হত্যাকান্ডের নেপথ্যের নায়ক ছিলেন,তেমনি ২১ আগস্টে তারেক রহমান ছিলেন মাস্টার্স মাইন্ড। জিয়াউর রহমান দেশে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিলেন আর বিএনপি এখনো তা অব্যাহত রেখেছে।
শাহজাদপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য তানভীর শাকিল জয়,ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না, ডাক্তার আবদুল আজিজ,তানভীর ইমাম,আবদুল মমিন মন্ডল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা।