পেশাদার কূটনীতিক আমানুল হককে তুরস্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আঙ্কারায় মসউদ মান্নানের স্থলাভিষিক্ত হবেন তিনি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আমানুল হক বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৮তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০২০ সাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রাচারপ্রধানের দায়িত্ব পালন করছেন।
১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমানুল হক নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দপ্তরে উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে আমানুল হক জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরে মহাসচিবের উপদেষ্টাসহ বিভিন্ন পদে কাজ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী আমানুল হক ফ্রান্স, নেদারল্যান্ডস ও নরওয়ে থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।
ব্যক্তিগত জীবনে আমানুল হক বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।