ধর্মীয় কটুক্তিতে বাউল রিতা দেওয়ানসহ ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৫, ২০২১, ০৪:৫৫ পিএম

ধর্মীয় কটুক্তিতে বাউল রিতা দেওয়ানসহ ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন

মহান সৃষ্টিকর্তা আল্লাহকে ‘শয়তান’সহ বিভিন্ন অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করার মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ানসহ ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন সাইবার ট্রাইব্যুনাল। সোমবার ২৫ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্সামছ জগলুল হোসেন আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এ চার্জগঠনের আদেশ দেন। একই সঙ্গে আসামিরা অভিযোগ অস্বীকার করায় আগামী ২৭ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছন ট্রাইব্যুনাল।

মামলার অপর দুই জন হলেন, শাহজাহান ও ইকবাল হোসেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম  চার্জগঠনের শুনানি করেন। গত বছর বছর ৩১ জানুয়ারি ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. ইমরুল হাসান। ওইদিন ট্রাইব্যুনাল পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার তদন্ত শেষে গত বছর ২০ অক্টোবর ট্রাইব্যুনালে ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন পিবিআই এর পুলিশ পরির্দশক মিজানুর রহমান। যা গত বছর ২ ডিসেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর প্রতিবেদন আমলে নিয়ে রীতা দেওয়ানসহ ৩ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। পরোয়ানার পর চলতি বছর ১৩ জানুয়ারি রীতা দেওয়ান ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন গ্রহণ করেন।

মামলায় বলা হয়, রীতা দেওয়ান একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে আল্লাহ তাআলাকে নিয়ে চরম ধৃষ্টতা, অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আল্লাহ তাআলাকে শয়তান, মুনাফিক, দুইমুখী বলেও গালি দেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। রিতা দেওয়ানের শাস্তিও দাবি করেন অনেকে। পরে আইনজীবী ইমরুল হাসান এ মামলা করেন। 

উল্লেখ্য, শরিয়ত বয়াতি নামক এক বাউল শিল্পী পালা আসরে ইসলামে গান বাজনা জায়েজ বলে বক্তব্য দেন। বক্তব্যে তিনি আল্লাহ-রাসূল (সা.) ও ইসলাম নিয়ে নানান আপত্তিকর কথা বলেন। ধর্মবিরোধী বক্তব্যের প্রতিবাদে সরব হয় স্থানীয় মুসল্লিরা। ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলাও হয়। পরে বিক্ষোভের মুখে তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল পুলিশ।

রীতা দেওয়ান জামিন গ্রহণের দিন বিচারকের প্রশ্নের জবাবে বলেছিলেন, পালাগানে দুইটি পক্ষ থাকে। সেখানে অভিনয়ের বিষয় থাকে। আমি সেদিন নাস্তিকের অভিনয় করি। সেটা ছিল আমার অভিনয়ের বক্তব্য।

Link copied!