এপ্রিল ১৫, ২০২২, ০৮:৫৫ পিএম
বগুড়ার ধুনট উপজেলায় ধর্ষণচেষ্টার শিকার তরুণীর বিষপানে মৃত্যুর মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা দুইটার দিকে বাবুল মিয়া নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
পরিবারের অভিযোগ, জিপিএ–৫ পাওয়া লিপি খাতুন ধর্ষণ চেষ্টার শিকার হয়ে আত্মহত্যা করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিপি খাতুন। তিনি চৌকিবাড়ি ইউনিয়নের কৈগাঁতী গ্রামের ফজলুল হকের মেয়ে। এ বছর লিপি জালশুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পান।
গত মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বিষপান করেন লিপি খাতুন। এ ঘটনায় তার বাবা ফজলুল হক বাদী হয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাবুল মিয়াকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।