নদীর সীমানা থেকে শিল্পপ্রতিষ্ঠান সরাতেই হবে: নৌ প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৬:৪২ পিএম

নদীর সীমানা থেকে শিল্পপ্রতিষ্ঠান সরাতেই হবে: নৌ প্রতিমন্ত্রী

নদীর সীমানায় গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে শিল্পমালিকদের হুঁশিয়ারী দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নদীর সীমানা নির্ধারণ করে যে খুঁটি বসানো হয়েছে সেই সীমানার মধ্যে কারও স্থাপনা থাকলে তা অবশ্যই সরাতে হবে বলে তিনি জানান।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আয়োজক সংগঠনের সভাপতি তপন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘নদীর সীমানায় যারা শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করেছে তাদের আমরা সুযোগ দিয়েছি। তারা সুযোগের সঠিক মূল্যায়ন না করলে অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে।’

শুধু নদীর জায়গা নয়, যে কোনো অবৈধ দখলে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঢাকার চারপাশের নদীর পাশ থেকে অবৈধ দখলদারদের এখনও পুরোপুরি উচ্ছেদ করা হয়নি। কিছু মামলা মোকদ্দমা আছে, সেগুলো নিয়ে আইনজীবীরা কাজ করছেন। আমরা আশা করি সফলতা দেখাতে পারব।’

সারা দেশে ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরির কথা জানিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন,‘ এটা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের অংশ ছিল। সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এরইমধ্যে প্রায় ৩ হাজার কিলোমিটারের মতো নতুন ও পুরনো নৌপথ তৈরি করতে পেরেছি। আমরা এর সুফল পেতে শুরু করেছি।‘

Link copied!