নিরাপদে রয়েছেন কাবুল বিমানবন্দরে আটকে পড়া বাংলাদেশিরা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৭, ২০২১, ০২:৩২ পিএম

নিরাপদে রয়েছেন কাবুল বিমানবন্দরে আটকে পড়া বাংলাদেশিরা

নিরাপদ ও সুস্থ আছেন কাবুল বিমানবন্দরে আটকে পড়া ১৫ বাংলাদেশি। হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণের সময় সেখানে অবস্থান করা বাংলাদেশাভিমুখী ১৫ বাংলাদেশি ও চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ জন আফগান শিক্ষার্থীও সুস্থ আছেন। বিস্ফোরণের পর তারা বিমানবন্দর এলাকা ত্যাগ করে নিজ নিজ বাসস্থানে চলে গেছেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট)  জাতিসংঘের শরণার্থী সংস্থার ব্যবস্থাপনায় একটি বিশেষ ফ্লাইটে ১৫ বাংলাদেশি ও চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ জন আফগান শিক্ষার্থীর বাংলাদেশে আসার কথা ছিল। বুধবার (২৫ আগস্ট) দুপুর থেকে তাঁরা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অপেক্ষারত ছিলেন। সন্ধ্যার দিকে বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণের পর রাতে তাঁরা নিজ নিজ বাসস্থানে ফিরে যান।

আফগানিস্তানের স্থানীয় সময় সন্ধ্যায় বিমানবন্দরের অ্যাবি গেটের থেকে অল্প দূরত্বেই প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে কিছুটা দূরের ব্যারন হোটেলের কাছে। হামলায় অন্তত ১০৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক। হতাহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক আফগান নারী ও শিশু রয়েছে।

আফগানিস্তানে আটকে পড়া এই বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে সাংবাদিকদের ব্রিফিংকালে দেশটির পরিস্থিতিকে ঘোলাটে উল্লেখ করে বলেন, তাঁদের দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এদিকে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ শিক্ষার্থী আফগানিস্তানে ছুটি কাটাতে গিয়ে তালেবান দেশটির ক্ষমতা দখলের পর আটকে পড়েন।

উল্লেখ্য, গত রবিবার (২২ আগস্ট) আফগানিস্তানে আটকে পড়া ২৯ বাংলাদেশির মধ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে কর্মরত ফারুক হোসেন ও মহিউদ্দিনকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি ফ্লাইটে করে কাবুল থেকে কাতারে নিয়ে যাওয়া হয়। সেদিনই ব্র্যাক ইন্টারন্যাশনালের তিন কর্মকর্তাকে কাজাখস্তানের রাজধানী নুর সুলতানে সরিয়ে নেওয়া হয়।

 

Link copied!