নড়াইলে অধ্যক্ষকে লাঞ্ছনায় ৪ আসামি ৩ দিনের রিমান্ডে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩, ২০২২, ০৪:০০ পিএম

নড়াইলে অধ্যক্ষকে লাঞ্ছনায় ৪ আসামি ৩ দিনের রিমান্ডে

ধর্মীয় অনুভূতিকে আঘাত করে নড়াইলের এক কলেজ শিক্ষার্থীর বিতর্কিত মন্তব্যে ওই কলেজের অধ্যক্ষকে লাঞ্জিত করার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার  চারজনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক আমাতুল মোর্শেদা তাদের রিমান্ড মঞ্জুর করেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সঞ্জীব বসু রিমান্ড মঞ্জুরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশের রিমান্ডে নেওয়া আসামিরা হলেন-রহমাতুল্লাহ বিশ্বাস রনি (২২), মোবাইল ফোনের মেকানিক শাওন (২৮), অটোরিকশার চালক রিমন (২২) এবং মাদরাসা শিক্ষক মনিরুল ইসলাম(২৭)।

আরও পড়তে পারেন: নড়াইলে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ওসি প্রত্যাহার

এর আগে জেলা কারাগার থেকে নড়াইল সদর আমলি আদালতে আনার পর মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুর রহমান আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে প্রত্যেকের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।  

প্রসঙ্গত, গত ১৭ জুন সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক ছাত্র বিতর্কিত মন্তব্যকারী ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেয়। এতে ধর্ম অবমাননার অভিযোগ তোলেন ওই কলেজের ছাত্র ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা। একই ধর্মের হওয়ায় তাকে সাপোর্ট দিচ্ছে- এমন অভিযোগ তুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গলায় জুতার মালা পরিয়ে দেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত কলেজছাত্রের সঙ্গে আটক করা হয় অধ্যক্ষকে। ওই দিনই থানা হাজত থেকে অধ্যক্ষকে ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

পরে এ ঘটনায় সোমবার দুপুরে মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মোরছালিন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৭০ থেকে ১৮০ জনকে আসামি করে নড়াইল থানায় মামলা করেন। মামলা করার পর চারজনকে গ্রেফতার করে পুলিশ।

Link copied!