পাগলা মসজিদের দানবাক্সে তিন কোটি ৮৯ লাখ টাকা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১, ২০২২, ০৯:৪১ পিএম

পাগলা মসজিদের দানবাক্সে তিন কোটি ৮৯ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা পাওয়া গেছে। শনিবার মসজিদের আটটি দানবাক্স খোলা হয়। এতে ১৫ বস্তা ভর্তি টাকা পাওয়া যায়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মসজিদ পরিচালনা কমিটি জানায়, শনিবার সকাল থেকে টাকার হিসাব করা হয়, সন্ধ্যা ৬টার দিকে টাকা গণনার কাজ শেষ হয়। এ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয়। অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা দেওয়া হয়।

মসজিদ ও কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয় বলে জানান মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়া।

পাগলা মসজিদের ইমাম মুফতি খলিলুর রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ প্রতিদিন এসে দান করেন এ মসজিদে। এখানে দান করার পরে নাকি তাদের আশা পূরণ হয়েছে।

Link copied!