ফের করোনায় আক্রান্ত অভিনেতা আসাদুজ্জামান নূর

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২২, ০১:১৯ পিএম

ফের করোনায় আক্রান্ত অভিনেতা আসাদুজ্জামান নূর

সাবেক সংস্কৃতিমন্ত্রী, সংসদ সদস্য ও অভিনেতা আসাদুজ্জামান নূর আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ জানিয়েছেন।

গণমাধ্যমে তিনি বলেন, “জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিয়ম অনুযায়ী কোভিড পরীক্ষার নমুনা দিয়েছিলেন নূর।করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট পেয়ে তিনি বাসায় ফিরে এসেছেন; চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা চলছে তার। আপাতত কোনো শারীরিক জটিলতা নেই।”

আসাদুজ্জামান নূর গত বছরের ডিসেম্বরে প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরে ওঠেন। 

আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসনের সংসদ সদস্য। ৭৫ বছর বয়সী এই অভিনেতা বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। চার বারের সংসদ সদস্য নূর ২০১৩ সালে শেখ হাসিনার সরকারে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছিলেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি এই অভিনেতা বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।  ২০১৮ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।

Link copied!