বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ফারুক হত্যা মামলার আরেক আসামি কারাগারে ‘মারা’ গেলেন

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২২, ০২:১২ পিএম

বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ফারুক হত্যা মামলার আরেক আসামি কারাগারে ‘মারা’ গেলেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রতিবাদকারী টাঙ্গাইল জেলা শাখা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আরও এক আসামি কারাগারে মারা গেছেন।

গতকাল শুক্রবার রাত নয়টার দিকে মো. সমীর (৪২) নামে ওই আসামি মারা যান। ২০১৫ সালের ১২ নভেম্বর থেকে টাঙ্গাইল কারাগারে থাকা সমীর টাঙ্গাইল  জেলা শহরের বিশ্বাস বেতকা এলাকার বাসিন্দা ছিলেন।

টাঙ্গাইলের জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন গণমাধ্যমকে জানান, গতকাল রাত পৌনে নয়টার দিকে সমীর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।সুরতহাল ও ময়নাতদন্ত শেষে লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” সমীর হৃদ্‌রোগ সমস্যায় আগে একাধিকবার চিকিৎসা নিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এর আগে ২০২১ সালের ১ সেপ্টেম্বর ফারুক আহমদ হত্যা মামলার আসামি আনিসুল ইসলাম ওরফে রাজা (৪২) কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান। ফারুক হত্যা মামলায় ২০১৪ সালের ১৪ আগস্ট আনিসুল গ্রেপ্তার হন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৮ জানুয়ারি বাসার কাছ থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২০১৪ সালের আগস্টে আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলী নামের দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

Link copied!