বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ভোক্তা অধিদপ্তর

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৯, ২০২৩, ০১:৩১ এএম

বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ভোক্তা অধিদপ্তর

এক ভোরে আগুন লেগে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে বঙ্গবাজার। বঙ্গবাজার ও আশপাশের মার্কেটগুলোর সব পণ্য ‍পুড়ে ছাই হয়ে গেছে। পুঁজি ও বিনিয়োগ হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। এবার এই আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন, অধিদপ্তরের অফিসার্স অ্যাসোসিয়েশনের অনুদানের এক লাখ টাকা এবং অধিদপ্তরের ইফতার মাহফিলের খরচের টাকা ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হবে। 

রবিবার (৯ এপ্রিল) সকালে এই অনুদানের চেক হস্তান্তর করবেন অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

এ সময় অধিদপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি, এফবিসিসিআইয়ের প্রতিনিধি এবং বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Link copied!