দারিদ্র্য বিমোচনে বাংলাদেশকে দুই হাজার ১২৫ কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শুক্রবার (১৮ জুন) এডিবি’র ঢাকা অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক সুরক্ষা কর্মসূচির মধ্যে বাংলাদেশের সামাজিক উন্নয়নের আন্তঃখাতের সমস্যাগুলি সমাধানের জন্য প্রাতিষ্ঠানিক ও নীতিগত সংস্কার অন্তর্ভুক্ত থাকবে।
এর মাধ্যমে ৬২ বছরের বেশি বয়সী নারীদের বয়স্ক ভাতা এবং ১৫০টি জেলা-উপজেলায় বিধবা, নিঃসঙ্গ ও নিস্ব নারীদের জন্য ভাতার আওতা বাড়ানো হবে। অবহেলিত নারীদের কাছে এর পরিধি আরও প্রসারিত হবে।
এ অর্থায়ন প্রান্তিক জনগোষ্ঠিকে মোবাইল আর্থিক পরিষেবায় উৎসাহ দেওয়া এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্যও উদ্বুদ্ধ করা হবে।
এডিবির দক্ষিণ এশিয়ার সিনিয়র সামাজিক খাত বিশেষজ্ঞ হিরোকো উচিমুরা শিরোশিই বলেন, করোনা সংকটে ঋণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দারিদ্র্য বিমোচনে পরোক্ষভাবে ভূমিকা পালন করবে। এর মাধ্যমে সামাজিক সুরক্ষা কর্মসূচি শক্তিশালী হবে।