মার্চ ২২, ২০২৩, ০৯:২৯ পিএম
রাজধানীর মালিবাগে যাত্রীবাহী বাসের সাথে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় রাজধানীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২২ মার্চ) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাহানপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে কাজ গিয়ে কাজ করছে।
বাংলাদেশ রেলওয়ের সহকারি পরিচালক (অপারেশন্স, সেন্ট্রাল কন্ট্রোল) জসিম উদ্দিন ভূঁইয়া বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাত ৯টা ১০ মিনিটের দিকে কমলাপুর রেল স্টেশন থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস চলছিল। ট্রেনটি মালিবাগ রেলগেটের কাছে পৌঁছালে সোহাগ পরিবহনের একটি এসি বাস লাইনে উঠে গেলে সেটিকে ট্রেনটি ধাক্কা দেয়।
তিনি আরও বলেন, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাথে বাসের একটি অংশ আটকে আছে। এ ঘটনায় রাজধানী ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে।
দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান বাংলাদেশ রেলওয়ের এই উচ্চপদস্থ কর্মকর্তা।
সোহাগ পরিবহনের হেড অফিসের মালিবাগ শাখার ম্যানেজার আসাদ দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, সোহাগ পরিবহনেরএকটি স্ক্যানিয়া বাস ঘোরানো হচ্ছিল। ট্রেনটি বাসের এক দিকে লেগে যায়। বাসটিতে সে সময় কোন যাত্রী ছিল না, হেলপার আর ড্রাইভার ছিল, তারা অক্ষত আছে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা জানান, “সোহাগ পরিবহনের বাসকে ধাক্কা দিয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।”