 
						
                            
                                                        রাজধানীর মুগদায় গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ চারজনের মধ্যে প্রিয়াঙ্কার বাড়ৈ (৩২) ও তার ৫ বছরের শিশু অরুপ বৌদ্ধ মারা গেছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে গতকাল রাত ১০টার দিকে অরুপ এবং আজ ভোর রাত ২টার দিকে প্রিয়াঙ্কা মারা যান। অরুপ ৬৭ শতাংশ ও প্রিয়াঙ্কা ৭২ শতাংশ দগ্ধ হয়েছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় সুধাংশু বৌদ্ধ ২৫ শতাংশ ও তার শাশুড়ি শেফালী রাণী বাড়ৈ ৩৫ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশংকাজনক।
উল্লেখ্য, গতকাল সোমবার সকাল পৌনে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বরগলির ৩৭ নম্বর বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ হন।
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    