 
						
                            
                                                        রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, প্রথমে হাসপাতালটির আইসিইউতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালের বিভিন্ন জায়গায়।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে
এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার নাজমা আক্তার দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    