পদ্মা সেতু চালু হলেও যে কারণে চিন্তিত নন লঞ্চ মালিকেরা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৭, ২০২২, ০২:১৯ পিএম

পদ্মা সেতু চালু হলেও যে কারণে চিন্তিত নন লঞ্চ মালিকেরা

পদ্মা সেতু চালুর পর নদ-নদীবেষ্টিত দেশের দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ সহজ হয়েছে। সড়কপথে এখন কম সময়েই ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় যাতায়াত করতে পারবে এ অঞ্চলের মানুষ। এতে লঞ্চ খাত ক্ষতিগ্রস্ত হবে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

নৌপরিবহন খাতে বিনিয়োগকারীরা বলছেন, লঞ্চের যাত্রা যেমন আরামদায়ক, তেমনি নিরাপদ। আবার রাতের যাতায়াতে কর্মঘণ্টা নষ্ট হয় না। একটি লঞ্চে দেড়-দুই হাজার যাত্রী পরিবহন করা যায়। ভবিষ্যতেও তাই নৌপথের জনপ্রিয়তা থাকবে। এ ছাড়া লঞ্চ খাতে পর্যটনকেন্দ্রিক বিনিয়োগেরও চিন্তাভাবনা আছে তাঁদের।

লঞ্চ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল করে। সবচেয়ে বড় লঞ্চগুলো চলে ঢাকা-বরিশাল রুটে। এ রুটে ভায়াপথ মিলিয়ে অন্তত ২৫টি লঞ্চ চলাচল করে থাকে।

Link copied!