ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ তামিম হোসেন (১১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রবিবার (২ জানুয়ারি) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির।
এর আগে গত ২৪ ডিসেম্বর তামিমের বোন মাহিনুর আক্তারকে (৭) ঝালকাঠি থেকে ঢাকায় আনার পথে মারা যায়। তাদের মা জেসমিন বেগম বার্ন ইনস্টিটিউটে এখনো চিকিৎসাধীন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন বলেন, আজ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তামিম মারা যায়। অগ্নিকাণ্ডে তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর দিবাগত রাতে ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ সময় লঞ্চটিতে প্রায় ৮০০ যাত্রী ছিলেন। এ ঘটনায় আগুনে পুড়ে ও নদীতে ঝাঁপ দিয়ে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়। বরগুনা জেলা প্রশাসনের তথ্যমতে, এ ঘটনায় এখনো অন্তত ৩৩ জন নিখোঁজ রয়েছেন।