ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হচ্ছে সড়ক। প্রতিদিনই কারো না কারো প্রাণ যাচ্ছে। নিরাপদ সড়কর দাবী থাকলেও নিরাপদ হতে পারছে না সড়ক।
বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর গুলিস্তানে এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ীর ধাক্কায় নিহত হয় নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসান।
নাঈমের জানাজায় উপস্থিত হন ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস। সেসময় তিনি নাঈমের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
নাঈমের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবী করে নাঈমের হত্যাকারীর বিচার ও নিরাপদ সড়কের দাবি করে তার বন্ধু-সহপাঠী নটরডেম কলেজের শিক্ষার্থীরা বুধবার দুপুর থেকে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে আন্দোলন শুরু করে।
আন্দোলনের একপর্যায় নটরডেম কলেজের শিক্ষকদের অনুরোধে ২৪ ঘন্টার সময় বেধে দেয় শিক্ষার্থীরা। কিন্তু ২৪ ঘন্টার মধ্যে দাবী পূরণ না হওয়ায় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ফের আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
২ ঘন্টা সড়ক অবরোধের পর নগর ভবন ঘেরাও করে শিক্ষার্থীরা। সে সময় তারা মেয়রের সঙ্গে দেখা করতে চায়। শিক্ষার্থীদের চাপে এক পর্যায় সামনে আসেন মেয়র তাপস।
সে সময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে দাবি দাওয়া আদায়ের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন মেয়র তাপস। সে সময় মেয়র বলেন, “আপনারা যে দাবি দিয়েছেন, সেই দাবির সাথে আমি শুধু একমতই না, শুধু সম্মতিই না- আমি আরও দাবি করি, যেন সেই খুনির ফাঁসি হয়। আমি দাবি করি, এই শহরের সড়কে আর যেন কোনও নাঈমের প্রাণহানি না ঘটে। আমি এ দাবি নিয়ে নিজেই সরকারের কাছে যাবো। যাতে সরকার আমাদের সবার দাবি মেনে নেয়।”