ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল
দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, সহিংসতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আরও ২১ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশের ৪, র্যাব ও বিজিবির ২ জন রয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব লাশ ঢাকা মেডিকেলে আনা হয়েছে বলে সূত্র জানায়।
উল্লেখ্য, সোমবার বঙ্গভবনে পদত্যাগপত্রে সই করার পর দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।